- আলোকিত নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের দু’টি পত্রিকায় জেলা ক্রীড়া সংস্থাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জবাবে সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন, যদি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের নামে লিখেন, তাহলে তার পদবীইটাই যথেষ্ট। কিন্তু নামের আগে শ্যালক কেনো। তার মানে এটি উদ্দেশ্যপ্রণোদিত নিউজ। দুলাভাইকে টার্গেট করে দিয়েছেন। আমি গর্ব নিয়ে বলতে চাই, যদি সেকারণে আমাকে বিতর্কিত করা হয়। তাহলে আমি আমার পরিবারের জন্য সারা জীবন বিতর্কিত হতে রাজি আছি।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার ইসদাইরে অবস্থিত শামছুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
গত ২১ সেপ্টেম্বর জেলা ‘ক্রীড়া সংস্থার জমি হাতিয়ে নেয়ার নেপথ্য নায়ক টিটু’ চিন্তা ও ‘শ্যালক টিটুর তেলেসমাতি!’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন দু’টির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
সম্মেলনে উপস্থিত ছিলেন-সহ সভাপতি খবির আহমেদ, ইসমাইল বাবুল, ফারুক বিন ইউসুফ পাপ্পু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, মোস্তোফা কাউসার, কার্যকরী সদস্য রবিউল হোসেন, মাকসুদ উল আলম, মাহবুবুল হক উজ্জল, মো. আসলাম, ডা. রাকিবুল ইসলাম শ্যামল প্রমুখ।