২১শে এপ্রিল বৃহস্পতিবার ২০২২ ইং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ( ঈদের নতুন পোশাক) বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আহসান উল ইউসুফ শাকিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আইয়ুব আলী (প্যানেল চেয়ারম্যান),কাশিপুর ইউনিয়ন পরিষদ, উপস্থিত থেকে ঈদ উপহার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্নের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আব্দুস সাত্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি, ইমতিয়াজ নিলয়।
উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা জীবনের অবৈতনিক শিক্ষক, মানবতার বন্ধু, কাশিপুর বহুমুখী সেবাঘরের প্রতিষ্ঠাতা গোলাম হায়দার উপস্থিত থেকে অনুষ্ঠানকে বিশেষ ভাবে সাফল্য মন্ডিত করে তুলেছেন।
সহ সভাপতি নাজমুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাজনের পরিচালনায় দরিদ্র শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণের মাধ্যমে ৬ দিনের পোষাক বিতরণের অনুষ্ঠান গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ কার্যক্রমে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পেশকার ইয়ুথ টিমের সৈকত, সৌরভ, আসমা খাতুন, পান্না, হীরা, স্বাধীন, ইভান, কাইফ, রাফিসহ সকলের আন্তরিক অংশগ্রহণ ছিল অতুলনীয়।
এরই মাধ্যমে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৫০০ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হল।
সামাজের পিছিয়ে পড়া, বিচ্ছিন্ন, সুবিধা বঞ্চিত, দরিদ্র, অসহায় এবং ভাগ্য বিড়ম্বিত নানা বয়সের, নানান বর্ণের, গোত্রের, নাগরিকদের জন্যে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।