আলোকিত নারায়ণগঞ্জ ঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাসুম আহাম্মেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩ রা মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বৃহস্পতিবার রাত ৯ টার সময় বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্নীয় স্বজনরা। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় বাস করতেন। তার মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যান আত্নীয় স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। মৃত্যকালে তিনি মৃদুল ও আজমীর নামের ২টি ছেলে সন্তান, স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে আলোকিত নারায়ণগঞ্জ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।