করোনা পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করতে ১৯টি নির্দেশনাসহ সংশোধিত গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সভার মাধ্যমে এসকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়েছে। রোববার (০৫ সেপ্টেম্বর) মাউশি’র নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি স্বাস্থবিধি মেনে আসা-যাওয়া ও শ্রেণি কক্ষে অবস্থান নিয়ে ধারণা দেয়া এবং এ বিষয়ে মাওশির ভিডিও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও স্বাস্থ্যবিধি রক্ষায় করণীয় বিষয়গুলো প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে প্রদর্শন ব্যবস্থা রাখতে হবে। আরও বলা হয়, প্রতিষ্ঠানের প্রবেশমুখে নিয়মিত তাপ মাত্রা পরিপাপের যন্ত্রের ব্যবহার নিশ্চিত করাসহ একাধিক প্রবেশ পথের ব্যবস্থা রাখতে হবে। প্রতিষ্ঠানের প্রবেশ পথ ছাড়াও বিভিন্ন স্থানে হ্যান্ড সেনিটাইজারসহ হাত ধোয়ার ব্যবস্থাসহ ওয়াশরুম নিয়মিত পরিস্কারসহ পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা। শ্রেণি কক্ষে প্রবেশের সময় সকলকে হাত ধোয়া ও সঠিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থবিধি মানা এবং শিক্ষার্থীদের বসার স্থানে ৩ ফুট দুরত্ব নিশ্চিত করা। প্রতিটি বিদ্যালয়ে একটি কক্ষ প্রাথমিক চিকিৎসায় আইসোলেশন কক্ষ হিসেবে সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেনো পানি জমে না থাকে তা নিশ্চিত করা। শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতসহ সংখ্যা নিরুপন করা। স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করা। এছাড়াও প্রয়োজনীয় অবকাঠামো মেরামত করার নির্দেশ দেয়া হয়েছে।