হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (র:) এর বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। বুধবার (৩০শে মার্চ )বাদ আছর ওরশ মোবারক উপলক্ষে হযরত মিন্নত আলী শাহ্ চিশ্তী (র:) এর মাজারে গিলাফ চড়ানো, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা,মাসুদুর রহমান খসরু, মো. সায়েদুল ইসলাম শাকিল,মো. শফিকুল ইসলাম লিটন, মোঃআজিজুর রহমান বাদল, আহসান উল্লাহ, ফরিদ হোসেন, মো. মহিউদ্দিন, ফরিদ হাওলাদার, মোঃ নুরুদ্দিন ,কদম আলী মস্তান (রা:) মাজারের খাদেম মো. সানাউল্লাহ, মোঃ জাকির হোসেন সেন্টু,মোঃ রাজীব হোসেন, মোঃ মোতালিব হোসেন, আঃ রাজ্জাক, প্রমুখ।