ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে হাসিনা সরকারের পতনের পর বিতর্কিত কথিত যুবলীগ নেতা ও দূর্নীতি মামলার আসামি সন্ত্রাসী মতিউর রহমান মতি এলাকা ছেড়ে পালিয়ে যান।
মতি পালিয়ে যাওয়ার পর কিছুদিন গাঁ-ডাকা দিয়ে থাকলেও ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টা করছেন মতির অন্যতম সহযোগী মাসুম ও কারাম।
সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ড মন্ডলপাড়া এলাকার লিলু মিয়ার ছেলে মাসুম পুলিশ কনেস্টবল মফিজ হত্যা মামলার আসামি এবং একই এলাকার মতির অন্যতম সহযোগী যুবলীগ কর্মী কালাম। মাসুম পুলিশ কনেস্টবল মফিজ হত্যা মামলায় গেস্খপ্তার হয়ে জেল খেটে জামিনে আছেন বর্তমানে।
সূত্র জানায়, পুলিশ হত্যা মামলার আসামি মাসুম ও কালাম ৫ আগষ্টের পর আত্মগোপনে চলে যায়। বিএনপির শির্ষস্থানীয় এক নেতা কে ম্যানেজ করে এবং তাঁর নিদের্শে এলাকায় ফিরে এসে অবস্থান নিয়েছেন।
স্থানীয়রা জানায়, মতিকে এক অনুষ্ঠানের ফুলের মালা দিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এরপর থেকেই মতির সাথে যুবলীগের একাধিক অনুষ্ঠানে অংশ নিতেও দেখা গেছে মাসুম ও সুমনকে।
সূত্রমতে, মতির সাতে এলাকায় ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, মহড়া দেয়া, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। এই সন্ত্রাসী সহোদরের কাছ থেকে এলাকাবাসী রেহাই পায়নি। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী মহল।
মন্তব্য করুন