ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাসিনো মামলার আসামি এবং জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিচার চেয়ে বিসমিল্লাহ কাঁচামাল আড়ত ব্যবসায়ীরা মানববন্ধন পালন করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্যে রাখেন- বিসমিল্লাহ আড়তের মালিক মজিবুর রহমান, আড়তের ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির আহাম্মেদ, পরিচালক আইয়ুব আলী, আড়তদার বাদশা মিয়া, জীবন বাবু প্রমুখ।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম প্রধানের কাছ থেকে বিসমিল্লাহ আড়তের নামে ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা প্রতি মাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩০০ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধমকি ও জোরপূর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয় এবং তার গুন্ডাবাহিনী দিয়ে আড়ত দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে আড়তদার ও ব্যবসায়ী মজিবুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাইরে রেখে বিসমিল্লাহ আড়তের নাম পরিবর্তন করে জাপান বাংলাদেশ আড়ত নাম দিয়ে আড়তটি নিজের নিয়ন্ত্রণে নেয়। এখন আড়তের প্রতি ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা চাচ্ছে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আড়ত ব্যবসায়ীদের উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেলিম প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি ও হাতিয়ে নেয়া টাকা ফেরতের দাবি জানান ব্যবসায়ীরা।
মন্তব্য করুন