বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে কিশোর মো: আরাফাত হোসেন আকাশ (১৬) মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাত হিসেবে আরও ১০০-১৫০ জনকে রাখা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে রবিবার (২২ সেপ্টেম্বর) নিহত আরাফাতের পিতা মো: আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামিম ওসমান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম।
মামলার এজাহারে তুলে ধরা হয়েছে, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করলে সেদিন বেলা ১১ টা সময়ে নিহত আকাশ গুলিবিদ্ধ হয়। এরপর তার পিতা ও স্থানীয় জনতার সহায়তায় গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত অবস্থায় তাৎক্ষণিক সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে এই কিশোরের মৃত্যু হয়। মৃত্যুবরণ করা এই কিশোর খানকা মসজিদ সংলগ্নের তার পিতার ফল দোকানের বেচাবিক্রিতে সহায়তা করতেন।
মন্তব্য করুন