জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত ও আহতদের তালিকা তৈরীর কাজ চলছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিস ৫৬ জন নিহতের ও ৬ শতাধিক আহতের তথ্য সংযুক্ত করেছেন। তারা জানিয়েছেন তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে নিহতের তালিকায় নারায়ণগঞ্জের তথ্য যুক্ত করা হচ্ছে। এই পর্যন্ত নিহতের ওই তালিকায় নারায়ণগঞ্জের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
নারায়ণগঞ্জের প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতের যে তালিকা করা হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের বাসিন্দা সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের নাম রয়েছে। ওই তালিকা বিশ্লেষণ করে দেখা যায়- নিহত ৫৬ জনের মধ্যে বেশির ভাগই নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকায়।
এছাড়া নিহতদের মধ্যে শিশু রয়েছেন দুইজন এবং নারী রয়েছেন একজন। নিহতদের মধ্যে ৩৮ জন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা এবং অন্যান্যরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে তালিকা থেকে জানা গেছে। এই তালিকায় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ৬ জন এবং বিএনপির ৩ জন কর্মীর নামও পাওয়া গেছে।
এবিষয়ে লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্যে সিভিল সার্জন মশিউর রহমান জানান, গণ-অভ্যুত্থানে দেখা গেছে নারায়ণগঞ্জের মানুষ সিলেট গিয়ে নিহত হয়েছে আবার সিলেটের মানুষ নারায়ণগঞ্জ এসে নিহত হয়েছে। সে হিসেবে নারায়ণগঞ্জের কতজন নিহত বা নারায়ণগঞ্জে এসে কতো জন নিহত হয়েছে সেটা এ তালিকায় এখনো নিরুপন করা হয়নি। তবে আমরা নারায়ণগঞ্জ থেকে ৫৫ জন নিহত ও ৬ শতাধিক আহতের তথ্য পাঠিয়েছি। মন্ত্রণালয় এ তালিকায় কিভাবে সেই তথ্য ভেরিফাই করেছে সেটা তারা ভালো যানে।
নিহতের তালিকায় রয়েছে মোট ৫৫ জনের নাম এবং একজন অজ্ঞাত বৃদ্ধ। তারা হলেন:
১/মো: আরমান ভুইয়া, পিতা ইউসুফ আলী, গোপালদী পৌরসভা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ২/মো: আদিল, পিতা আবুল কালাম, ভুইগড়, ফতুল্লা। ৩/মো: ইরফান ভুইয়া, পিতা মো: আমিনুল ইসলাম ভুইয়া, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ। ৪/আমরান হাসান, পিতা মো: ছালে আহাম্মেদ, মেঘনা, সোনারগাঁ। ৫/মো: জামাল, পিতা- মো: হারুন, জালকুড়ি সিদ্ধিরগঞ্জ। ৬/মো: তুহিন, পিতা মো: শহীদুল ইসলাম, উত্তর রসুলবাগ, সিদ্ধিরগঞ্জ। ৭/মোহাম্মদ সাইফুল হাসান, পিতা মোহাম্মদ জাবেদ আলী মোল্লা, চনপাড়া, রূপগঞ্জ। ৮/পারভেজ হাওলাদার, পিতা মো: মজিবর হাওলাদও, নিমাইকাসারী, সিদ্ধিরগঞ্জ। ৯/ফারহান ফাইয়াজ রাতুল, পিতা শহীদুল ইসলাম, তারাবো পৌরসভা, রূপগঞ্জ। ১০/মোহাম্মদ মাহমুদুর রহমান খান, পিতা মৃত লুতফর রহমান খান, কাঞ্চন, রূপগঞ্জ। ১১/মাবরুর হোসেন রাব্বি, পিতা আব্দুল হাই, কুতুবপুর, ফতুল্লা। ১২/রিয়া গোপ, পিতা দীপক কুমার গোপ, ডিআইটি, নারায়ণগঞ্জ সদর। ১৩/সফিকুল, পিতা আব্দুল আজিজ, বিশনন্দী, আড়াইহাজার। ১৪/মো: মোহসীন, পিতা ছলিম উদ্দিন, বাহাদুরপুর, আড়াইহাজার। ১৫/মো: সজল মিয়া, পিতা মো: হাসান আলী, সানমন্দি ইউনিয়ন, আড়াইহাজার। ১৬/আহসান কবির, পিতা মো: হুমায়ুন কবির, দক্ষিন সানারপাড়, সিদ্ধিরগঞ্জ। ১৭/মো: জনি, পিতা মো: ইয়াসিন, আমীনপুর সোনারগাঁ। ১৮/ছলেমান, পিতা মিরাজ বেপারি, মাদানীনগর সিদ্ধিরগঞ্জ। ১৯/মো: স্বজন, পিতা মো: জাকির হোসেন. কুশিয়ারা, বন্দর, নারায়ণগঞ্জ। ২০/নুরে আলম, পিতা মো: কিতাব আলী খান, নাভানা সিটি সিদ্ধিরগঞ্জ। ২১/হযরত বিল্লাল, পিতা মো: হাসান, কলতাপাড়া, সোনারগাঁ। ২২/বাবুল মিয়া, দুপ্তারা, আড়াইহাজার। ২৩/ আব্দুস সালাম, পিতা সাবের বিশ্বাস, কুমারখালী, কুষ্টিয়া। ২৪/আশিকুর রহমান। ২৫/ আলাউদ্দিন পিতা সিদ্দিকুর রহমান সরদার, উত্তর মতলব, চাঁদপুর। ২৬/আব্দুর রহমান, পিতা হাসান দেওয়ান, বালিয়া, চাঁদপুর। ২৭/আব্দুল লতিফ, পিতা নিজাম উদ্দিন, কাউনিয়া রংপুর। ২৮/আরাফাত হোসেন আকাশ, পিতা আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ। ২৯/আব্দুল্লাহ আল মামুন, পিতা আব্দুল ওয়াহেদ আলী, তারাবো পৌরসভা, রূপগঞ্জ। ৩০/মো: আল মামুন আমানত, পিতা মো: আব্দুল লতিফ, সিদ্ধিরগঞ্জ। ৩১/পারভেজ হোসেন, পিতা সোহরাব হোসেন, মাহমুদপুর সিদ্ধিরগঞ্জ। ৩২/ফয়েজ আহমেদ, পিতা আলাউদ্দিন বেপারী, রায়পুর লক্ষীপুর। ৩৩/মো: মেহেদী, হীরাঝিল, সিদ্ধিরগঞ্জ। ৩৪/মাহদী, পিতা সানাউল্লাহ, পিরোজপুর, সোনারগাঁ। ৩৫/মিনারুল ইসলাম, পিতা মৃত এনামুল, গুডীপাড়ি, রাজশাহী। ৩৬/আহমেদ ইমরান, পিতা সোহরাব মিয়া, লাখাই, হবিগঞ্জ। ৩৭/মো: মনির হোসেন, পিতা মমতাজুর রহমান, মনোহরগঞ্জ, কুমিল্লা। ৩৮/মো: রফিকুল ইসলাম, পিতা মৃত মোমেন মিয়া, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ। ৩৯/ মো: জোবায়ের ওমর খান, পিতা এড. জাহাঙ্গীর আহমেদ খান, কদমতলী, সিদ্ধিরগঞ্জ। ৪০/মোহাম্মদ হোসেন, পিতা মো: মানিক মিয়া, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ। ৪১/মিলন মিয়া, পিতা আলী হোসেন হাওলাদার, ধুমকি, পটুয়াখালী। ৪২/মো: রুবেল মিয়া, পিতা মো: নান্নু মিয়া, বেগমগঞ্জ, নোয়াখালী। ৪৩/ রাকিব, সিআইখোলা, সিদ্ধিরগঞ্জ। ৪৪/ রাব্বি, সিদ্ধিরগঞ্জ। ৪৫/ রাসেল, পিতা পিন্টু রহমান, মান্দা, নওগা। ৪৬/ মো: রাসেল বকাউল, পিতা মো: নুরুল বকাউল। সানারপাড়, সিদ্ধিরগঞ্জ। ৪৭/ সেলিম মন্ডল, পিতা ওহাব মন্ডল, কুমারখালী, কুষ্টিয়া। ৪৮/মো: সজিব মিয়া, পিতা মো: সানাউল্লাহ, কাবিলপুর, নোয়াখালী। ৪৯/ শাহ জামান, পিতা হারুন ভুইয়া, রাঙ্গাবাড়ী, পটুয়াখালী। ৫০/সুমাইয়া আক্তার সিমু, পিতা মৃত সেলিম মাতবর, মেহেন্দিগঞ্জ, বরিশাল। ৫১/সোহেল আহাম্মেদ, পিতা তোফলেসুর রহমান, বিয়ানী বাজার, সিলেট। ৫২/সৈয়দ গোলাম মোস্তফা রাজু, পিতা সৈয়দ আব্দুল করিম, রামগঞ্জ, লক্ষীপুর। ৫৩/ মো: শাহীন মিয়া, পিতা হাসান আলী, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ। ৫৪/মো: হৃদয়, পিতা ছাবেদ আলী, হিরাঝিল, সিদ্ধিরগঞ্জ। ৫৫/মো: হোসেন মিয়া, পিতা মানিক মিয়া, দেবিদ্বার থানা, কুমিল্লা। ৫৬/অজ্ঞাতনামা এক বৃদ্ধ, (লুঙ্গি ও সাদা গেঞ্জি পরিহিত বৃদ্ধের মুখে সাদা দাড়ি ছিলো।
মন্তব্য করুন