স্টাফ রিপোর্টার : বিএনপি’র যুক্তরাজ্য শাখার সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ মালেক এর বাংলাদেশ আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি টি.এইচ তোফার নেতৃত্বে বিভিন্ন জেলা ও মহানগরের তরুণ দলের হাজার হাজার নেতা কর্মীরা চন্দ্রিমা উদ্যানের সামনে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক বিশাল শোডাউন করে অংশগ্রহন করেন।
রবিবার (১৩ অক্টোবর) বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা চন্দ্রিমা উদ্যানের সামনে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেন।
পরে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা ও মহানগরের তরুণ দলের হাজার হাজার নেতাকর্মীরা টিএইচ তোফার নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে এমএ মালেককে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয় তাবাদীদল (বিএনপি)র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও টিএইচ তোফ সহ তরুণ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক। রবিবার দুপুরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের প্রবেশপথসহ ভিআইপি কর্নারে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
মন্তব্য করুন