নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) ভোরে সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পার্শ্বের মা ডেন্টাল কেয়ার এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় বরিশালের মেহেন্দীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল হাসানের ছেলে। তার নামে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার ‘খ’ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মো: সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন