নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৪, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে যদি বেসি সময় নিয়ে কাজ করেন জনপ্রিয়তা হারাবেন : গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন এবং তারাই দেশ পরিচালনা করবেন। সংস্কারের নামে যদি অফুরন্ত সময় নিয়ে আপনারা কাজ করেন তাহলে জনপ্রিয়তা হারাবেন। জনগণের সমর্থন হারাবেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নাসিক ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সম্মান নিয়ে যদি যেতে চান তাহলে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে জনগণকে ভোটের অধিকার দিয়ে আপনারা ক্ষমতা থেকে চলে যান। তবেই সম্মানের সাথে আপনারা যেতে পারবেন। স্বৈরশাসকের মতো লোভ যদি আপনাদের গ্রাস করে, যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন তবে হয়তো আপনারা কিছু দিন ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন না। আপনাদের সম্মানের কথা ভাবতে হবে। আর যদি সম্মানের কথা ভাবেন তবে দ্রুততম সময়ের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। যেই আন্দোলন সংগ্রামের কারণে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, জনগণের যেই আশা আকাঙ্খার প্রতিফলন আপনারা বাস্তবায়ন করবেন সেই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আমাদের অকুন্ঠ সমর্থন আপনাদের প্রতি আছে। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদেরকে কিন্তু ভালোভাবে সুযোগ দিচ্ছেন। আপনারা ক্ষমতায় থেকে ভালো কাজগুলো করেন। আপনাদের বার বার উনি অনুরোধ করছেন, উনি দিক নির্দেশনা দিচ্ছেন। তার এই সুযোগ আপনারা গ্রহণ করবেন।

বক্তব্যের এক পর্যায়ে গিয়াস উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এক শ্রেণীর সাংবাদিক আজ রাজনীতিবিদ ও গণমানুষের দুষমন হয়ে দাঁড়িয়েছে। স্বৈরশাসক এতো বড় স্বৈরশাসক হতো না যদি সাংবাদিকরা ওই সরকারকে পৃষ্ঠপোষকতা না দিতো। অন্যায়ের বিরুদ্ধে যদি তারা লিখতো, রুখে দাঁড়াতো এবং অন্যায়কারীদের ডাকে যদি তারা সাড়া না দিতো তাহলে শেখ হাসিনা এতো বড় সন্ত্রাসী, গড়ফাদার এবং এতো বড় স্বৈরাচার হতে পারতো না। সেই সাংবাদিকরাও শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। পালিয়ে যাচ্ছে এবং যাওয়ার সময় ধরা পড়ছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী এবং হত্যা মামলা হচ্ছে। এরা এখনও জনগনের বিপক্ষে। তারা কৌশল করছে বিভিন্ন ভাবে লিখনির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে কিভাবে ব্যার্থ করা যায়। তাদের কি কি দোষ খুঁজে পাওয়া যায়। অন্তর্বর্তী সরকারকে লোভ লালসা দেখিয়ে কিভাবে তাদের সময়কে বৃদ্ধি করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় সেই চেষ্টা করছে তারা। দ্রুত যাতে গণতন্ত্র না আসতে পারে সেই জন্য তারা বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে তাদের লিখনির মাধ্যমে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জের কিছু সাংবাদিকদের সমালোচনা করে বলেন, এখানে অনেক ভালো ভালো সংবাদিক রয়েছে। যাদের নিয়ে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি। অনেক ভালো ভালো সাংবাদিক এই নারায়ণগঞ্জে সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিছু কুলাঙ্গার সাংবাদিকও এই নারায়ণগঞ্জে তৈরী হয়েছে। যাদেরকে অনেকে হলুদ সাংবাদিক বলে। তারা এই স্বৈরাচারের, গডফাদারদের পাশে ছিলো। এবং সেই গডফাদারকে মদদ দিতো। এমনকি যখন চূড়ান্ত আন্দোলন চলছিলো সেই দিন সাংবাদিক রাইফেল হাতে নিয়ে গুলি করতে করতে সন্ত্রাসীদের সাথে ছিলো। এরাও দাবী করে সাংবাদিক। এরা এখন ষড়যন্ত্র করছে জনগণের বিজয়কে যাতে নস্যাৎ করতে পারে। কিছু সাংবাদিক এখনো ওই গডফাদারের পৃষ্ঠপোষকতায় স্থানীয় অনেক পত্রিকায় আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করছে। সাংবাদিক দুই ধরনের। ভালো এবং মন্দ। আমি ভালো সাংবাদিকের প্রশংসা করছি এবং মন্দ সাংবাদিককে ঘৃণা করছি। নারায়ণগঞ্জের মতো ছোট জেলায় এতো পত্রিকা যা পৃথিবীর আর কোথাও নাই। আমরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনতে পারি তাহলে এইসব হলুদ সাংবাদিকদের বিরুদ্ধেও আন্দোলন করে টিকে থাকবো। যদি একটি মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় তবে আইন আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে।

এসময় গিয়াস উদ্দিন আরো বলেন, আমি কমিটি গঠন করে দিতেছি। আমার একটা নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে কোন কিছু করলে আমি ছাড় দিবো না। একটা সংবাদ যদি মিথ্যা লেখা হয় তাহলে তার বিরুদ্ধে আমরা মামলা করবো। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে করবো। কোন ভালো সাংবাদিকের বিরুদ্ধে করবো না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর বিএনপি নেতা আবুল কাউসার আশা’র সঙ্গে সদর থানা জিয়া মঞ্চের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরক মামলায় যুবলীগের ৩ ক্যাডার গ্রেপ্তার

বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা ও যুবলীগের ১ কর্মী গ্রেপ্তার

বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা ও যুবলীগের ১ কর্মী গ্রেপ্তার

সেবার মান ও রাজস্ব আদায় বেড়েছে আড়াইহাজার সাব—রেজিস্ট্রি অফিসে

আড়াইহাজারে প্রতিপক্ষের বাড়ীতে হামলায় আহত ৪

রিয়াদে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন চৌধুরী সংবর্ধিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে গরু ব্যবসায়ি নিহত, চালকসহ আহত ২

শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রিয়াদে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির আলোচনা সভা

১০

টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা

১১

রূপগঞ্জে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

১২

আড়াইহাজারে লিজকৃত সম্পত্তির বাড়ীঘর ভাংচুর, লুটপাট

১৩

রিয়াদে রাসেল মিয়াকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ নিয়েছে ১০/১১জন বাংলাদেশি

১৪

বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিচার পতির সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের সাক্ষাৎ

১৫

রূপগঞ্জে ইয়াবাসহ জিয়া মঞ্চ দলের নেতা গ্রেফতার

১৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড যুবদলের মিলাদ ও খাবার বিতরণ

১৭

মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক স্বপন ও সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল কে হাসান আল মামুনের শুভেচ্ছা

১৮

আদমজী নগর কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৯

সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা

২০