সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত জনসভায় নাসিক ৫নং ওয়ার্ড যুবদল নেতা মো: ফয়সালের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে যোগদান করেছে।
শনিবার (২৬ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এসময়ে নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার, ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে জনসভায় অংশগ্রহণ করেন।
এসময় জনসভায় বিভিন্ন নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের অংশগ্রহনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। নাসিক ৫নং ওয়ার্ড যুবদল নেতা মো: ফয়সালের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন