সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত জনসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি একেএম সামছুল হক এর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে যোগদান করেছে।
শনিবার (২৬ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এসময়ে নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে জনসভায় অংশগ্রহণ করেন। এসময় জনসভায় বিভিন্ন নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের অংশগ্রহনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আকবর, মো: বদশা, যুবদল নেতা সানাউল হক, মাসুদ খান সহ বিভিন্ন নেতাকর্মীরা।
মন্তব্য করুন