বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর শামীম ওসমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। তিনি গত ১৬ বছরে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছিলেন।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারিত্ব ও অপকর্মের বিরুদ্ধে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ত্যাগের বিনিময়ে এই আন্দোলন সংগ্রামের ফসল উঠেছে। স্বৈরশাসকের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম অপকৌশল চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতে ৫ আগস্টের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে ভাবলে চলবে না। স্বৈরাচারের দোসররা দেশের শৃঙ্খলা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে। তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা ব্যাপক লুটপাট সন্ত্রাসী চালিয়েছে। এখানে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: আকবর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় জাসাস এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, বিএনপি নেতা এডভোকেট হাবিবুর রহমান মাসুম, যুবদল নেতা শহীদুল ইসলাম প্রমূখ।
মন্তব্য করুন