জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না ২৭ সদস্য বিশিষ্ট এ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এতে জিএম সুমনকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে মোঃ শাহাবুদ্দিনকে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ৬ জনকে। তারা হলেন, মোঃ আলম, মাহবুবুর রহমান ভূইয়া, আবু নাছের, আলমগীর হোসেন, মোঃ উজ্জল মিয়া, মোঃ বাদন হোসেন, মোঃ হোসেন ও মোঃ পলাশ হোসেন শরিফকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আব্দুল্লাহ সোহেল, রাসেল মিয়া, রাব্বি, শাহাবুদ্দিন, এমদাদুল হক, নূর হোসেন, আবদুল আজিজ, মোঃ নোমান, মোঃ রুবেল, মোঃ সোহাগ, মোঃ কামাল হোসেন, মো. কামরুল ইসলাম, মো.হাসান, মোঃ রাজিব, মো. রকি ও মো.আলমগীর হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় নব গঠিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক জিএম সুমন ও সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, কিংবদন্তী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ মেনে চলোবা এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। দেশ ও সমাজের কল্যানে যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে আমরা সর্বদা পাশে থাকবো ইনশা আল্লাহ।
মন্তব্য করুন