আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের মন্ডলপাড়ায় সরকারী নির্দেশনা অমান্য করে শত শত মানুষের ভিড় জমিয়ে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী’র পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে মানুষের গাদাগাদি, ধাক্কাধাক্কি ও ত্রাণ নিয়ে টানাটানিতে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, মন্ডলপাড়ায় গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের সামনে ত্রাণ নিতে আসা নারী-পুরুষের গাদাগাদি, ধাক্কাধাক্কি। সামাজিক দূরত্বের নির্দেশনা অমান্য করেই ত্রাণ নিচ্ছে তারা।
মানুষের ভিড় দেখে সবাইকে নিরাপদ দুরত্বে থেকে ত্রাণ নেয়ার আহবান জানান জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি মানুষকে দুরত্বে রেখে কয়েক প্যাকেট খাবার বিতরণ করে চলে যাওয়ার পরই শুরু হয় লংকাকান্ড।
এসময় ত্রাণ নিতে আসা মানুষেরা গাদাগাদি করে লাইনে দাড়ালে ধাক্কাধাক্কি ও ত্রাণ নিয়ে টানাটানির সৃষ্টি হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের।
দেশে করোনা ভাইরাসের এ সংকটময় পরিস্থিতিতে সরকারী নির্দেশনা অমান্য করে গায়ের সাথে গাঁ ঘেষে গাদাগাদি করে লাইনে দাড়িয়ে এবং টানাটানি করে ত্রাণ নেয়ার ঘটনা দেখে উপস্থিত সকলেই বিস্ময় প্রকাশ করেন। এসময় উপস্থিত সাধারণ জনগন জানায়, মন্ত্রী গাজীর পক্ষে ত্রাণ দেয়া হচ্ছে অথচ নিয়ম-শৃঙ্খলার কোনো বালাই নেই এটা কেমন কথা। সরকারের মন্ত্রী পরিষদের সদস্য হয়ে ত্রাণ বিতরণে তারা যদি সরকারী নির্দেশনা অমান্য করে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষ কিভাবে সচেতন হবে? আগে সরকারের মন্ত্রীদেরকেই সচেতন হতে হবে বলেও জানান তারা।