আলোকিত নারায়ণগঞ্জঃ
বিশ্বে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডবাসীকে নিরাপদে রাখতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংসদ শামীম ওসমানের নির্দেশে ও এনায়েতনগর ইউপি’র চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রধান। তিনি ওয়ার্ডবাসীর কাছে হাত জোর করে মিনতি করে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানিয়েছেন এবং আল্লাহর উপর ভরসা রেখে নামাজ, দোয়া দরুদ পড়ে ও জিকির করে আল্লাহ কাছে দু হাত তুলে ফরিয়াদ করতে বলেন। তিনি বলেন, একমাত্র মহান আল্লাহ তায়ালা ই পারেন আমাদেরকে এ মসিবত থেকে রক্ষা করতে।
সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমের অংশ হিসাবে ওয়ার্ডের রাস্তা-ঘাটসহ সকল অলি-গলিতে জীবানুনাশক ছিটানো, পানি দ্বারা রাস্তা-ঘাট পরিস্কার করা, সরকারের দেয়া ত্রাণ সহায়তা অসহায়দের হাতে তুলে দেয়া, প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করাসহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারনা চালিয়ে তাদেরকে সচেতন করার কাজ করছেন।
সরকারের এ সকল কার্যক্রমের পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশে ও চেয়ারম্যান আসাদুজ্জামানের নেতৃত্বে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন আতাউর রহমান প্রধান। এসকল কার্যক্রমের মধ্যে তিনি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ৫টি পয়েন্টে পানির কল স্থাপন ও সাবানের ব্যবস্থা করে মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন, “করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হোন” লেখা সমৃদ্ধ প্রায় ২ হাজার লিফলেট বিতরণ, ২ হাজার মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ মাসদাইর যুব উন্নয়ন কমিটি, মাদসাইর মানব কল্যাণ সংসদ, লাষ্ট নারায়ণগঞ্জ ক্লাব, অর্বাচীনসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান বলেন, বর্তমান সময়ে বিশ্বের এক আতংঙ্কের নাম করোনা ভাইরাস, এ ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হলে সবাইকে বেশি বেশি করে সচেতন হতে হবে। সবার সচেতনতাই পারবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে।
তিনি বলেন, নারায়ণগঞ্জের রাজনীতির অবিসংবাদিত নেতা আমার অহংকার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান সবসময় আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন, মাস্ক বিতরণ, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা সহ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। আমি আমার নেতার সকল দিক-নির্দেশনা মেনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যেয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। সাধ্যমত মাস্ক, লিফলেট বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা করছি।
তিনি বলেন, আমি আমার ওয়ার্ডবাসীর হাতে ধরি, পায়ে ধরি সরকারের সকল নির্দেশনা মেনে চলুন এবং যতদিন না করোনার এ সংকটময় পরিস্থিতির উন্নতি হয় ততদিন নিজ নিজ ঘরে থাকুন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না।
সবশেষে তিনি জানান, শীঘ্রই আমি ও আমার পরিবারের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া তিনি জানান, করোনার পরেই মশা আমাদের অন্যতম বড় সমস্যা। আমি আমার ওয়ার্ডে মশক নিধনের বিষয়ে কাজ করে যাচ্ছি। মশক নিধন স্প্রে না পাওয়ার কারণে কিছুটা কাল বিলম্ব হলেও খুব শীঘ্রই ফগার মেশিনের মশক নিধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
তিনি।