আলোকিত নারায়ণগঞ্জঃ
বিশ্বজুড়ে প্রাণঘাতী ‘করোনাভাইরাস’ প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিউদ্দিন খোকন সরদার। তিনি বলেন, সচেতনতাই পারে আমাদের এই মরণব্যাধী ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে।
মেম্বার খোকন সরদার বলেন, করোনাভাইরাস থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে হলে আগামী দিনগুলোকে আরো সচেতন হতে হবে। আপনারা আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা করে কোনোভাবেই বাড়ি থেকে বের হবেন না।
তিনি বলেন, ইতালিসহ ইউরোপের দেশগুলো এই রোগ সংক্রমণে দুই সপ্তাহকে কোনোভাবেই পাত্তা দেয়নি। যার ফলে এখন তাদের মৃত্যুর মিছিল লেগেই আছে। সুতরাং আপনারা ঘর থেকে বের না হয়ে ঘরেই থাকুন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাস মোকাবিলা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন। ইনশা’আল্লাহ খুব শিগগিরই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
মেম্বার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমার ওয়ার্ডের সকল পাড়া মহল্লায় করোনা ভাইরাস প্রতিরোধে ও এর মোকাবেলায় ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট, অলি-গলিতে ঝাড়ু দিয়ে পরিস্কার করা, জীবানুনাশক পানি ছিটানো, সরকারের দেয়া ত্রাণ সহায়তা অসহায়দের হাতে তুলে দেয়া, প্রতিদিনই সচেতনতা অভিযান পরিচালনা, প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করা হচ্ছে।
সরকারের এ সকল কার্যক্রমের পাশাপাশি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে¡ বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন মোঃ শফিউদ্দিন খোকন সরদার মেম্বার। এসকল কার্যক্রমের মধ্যে তিনি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে পানির কল স্থাপন ও সাবানের ব্যবস্থা করে মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করেছেন, ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, “করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হোন” লেখা সমৃদ্ধ প্রায় ২ হাজার লিফলেট বিতরণ, ৩ হাজার মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেম্বার খোকন সরদার।
এছাড়াও খোকন মেম্বার জানান. ত্রাণ সামগ্রী দেয়ার সময় সরকারের নির্দেশনা মেনে কোন ধরনের জটলার সৃষ্টি না করে আইডি কার্ড অনুযায়ী ত্রাণ প্রত্যাশীদের ডেকে এনে, অনেককে আবার নিজ নিজ বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। আরো ২৫০ পরিবারসহ পর্যায়ক্রমে ওয়ার্ডের সকল অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হবে বলেও তিনি জানান।
সবশেষে তিনি আবারো ওয়ার্ডবাসীসহ দেশের সকলকে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ জানান।