আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নারায়ণগঞ্জে সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। জেলা সিভিল সার্জনের তত্বাবধানে মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয় বলে জানান সিভিল সার্জন। নমুনা সংগ্রহের প্রথম দিনে দুজনের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদের ফলাফল নেগেটিভ আসে বলেও জানান তিনি।
জেলা সিভিল সার্জন আলোকিত নারায়ণগঞ্জকে জানান, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী নমুনা সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই দুজনের নমুনা পাঠানো হয়েছে এবং তাদের রিপোর্ট ছিলো নেগেটিভ।
জেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, আইইডিসিআর থেকে আমাদের ট্রেনিং দেয়া হয়েছে নমুনা সংগ্রহের বিষয়ে। যদি কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায় তাহলেই নমুনা সংগ্রহ করা হবে। আমাদের কন্ট্রোলরুমে যোগাযোগ করলেও আমরা সন্দিহান ব্যক্তির সাথে কথা বলে ব্যবস্থা নিবো।