আলোকিত নারায়ণগঞ্জঃ
অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেওভোগ মাদ্রাসা মসজিদ কমিটি। করোনা সংক্রমণরোধে টানা ছুটিতে ঘরবন্দি তিনশ পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন তারা।
করোনা ভাইরাস মোকাবেলায় বৃহস্পতিবার সকাল ৯ টায় মসজিদ প্রাঙ্গণে সরকারের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে দিনমজুর ও অসহায় এসব পরিবারের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মাসুম আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাকিম, কাশিপুর ইউনিনের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিউদ্দিন খোকন সরদার, সাবেক মেম্বার দুলাল আহমেদ, মাসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ হেদায়েতুল্লাহ খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাঈনুদ্দিন আহমেদ, আব্দুস সোবহান, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, আমিনুল ইসলাম, সদস্য আলী হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
করোনা ভাইরাস রোধে হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরন কালে তাদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।