আলোকিত নারায়ণগঞ্জঃ
অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী ও কেন্দ্রীয় জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা জননী পারভীন ওসমান।
করোনা ভাইরাসের কারণে টানা ছুটিতে সৃষ্ট অচলাবস্থায় অসহায় মানুষের খাদ্যাভাব দূর করতে পারভীন ওসমানের পক্ষে দুইশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা ও মহানগর ছাত্র সমাজ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে নগরীর চাষাড়া এলাকায় অসহায়, দুস্থ, রিক্সাচালক ও দিনমজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, তেল , পিঁয়াজ, সাবানসহ নিত্যসামগ্রী।
ত্রান সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শাহী ইমরান রিপন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগরের সভাপতি শাহ আলম সবুজ, জেলার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম বন্ধন, মহানগরের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহসহ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।