আলোকিত নারায়ণগঞ্জঃ
মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে দেশবাসীকে মুক্তির জন্য টানবাজার হরিজন সিটি কলোনীতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় ১৫ নং ওয়ার্ডের টানবাজার হরিজন সিটি কলোনীতে কলোনী উন্নয়ন কমিটির উদ্যোগে ও কমিটির মহাসচিব মামুন চন্দ্র দাসের তত্ত্বাবধানে এ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থণা শেষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ আক্রান্ত, বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমনে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধশত।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে দেশ বাসীর জন্য এ দোয়া করা হয়। করোনা ভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় এ দোয়া ও প্রার্থণা করা হয়েছে।
প্রার্থণায় বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
কলোনীর উদ্যোগে দিনমজুর, দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
প্রার্থণা ও রান্না করা খাবার বিতরণে সহযোগিতায় ছিলেন জতন দাস, পলাশ দাস, সনু দাস, জশীম, শিবচরণ, (গরা) প্রমুখ।