আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম এর মা’য়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও থানা আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা কামাল।
একইসাথে রত্নগর্ভা এ মা’য়ের মৃত্যুর কুলখানি উপলক্ষ্যে মোস্তফা কামালের উদ্যোগে ফতুল্লার চারটি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় রবিবার (১৯ এপ্রিল) দিন ব্যাপী কোরআন খতম করা হয় এবং বাদ আসর দোয়ার আয়োজন করা হয়।
ফতুল্লার রামারবাগ এলাকার রামারবাগ শাহী জামে মসজিদ, পশ্চিম রামারবাগ এলাকার নুরে মোহাম্মাদিয়া মসজিদ, কোতালেরবাগ এলাকার আব্দুল মান্নান নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা, পূর্ব শিয়াচর লাল খা এলাকার এম দাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছিল।
কোরআন খতম শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে ও শাহ নিজাম’র দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একইসাথে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের ও ওসমান পরিবরের কবরবাসীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সকল সদস্যদের এবং শামীম ওসমানসহ ওসমান পরিবারের সকল জীবিত সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া দোয়ায় মরণঘাতি করোনা ভাইরাস, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মহান আল্লাহ তায়ালার’র নিকট করুনা কামনা করা হয়।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম এর মা বার্ধক্যজনিত কারণে (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে ওয়া ইন্না নিল্লাহে রাজেউন)। পরে মুন্সিগঞ্জের সদর থানা এলাকায় বাদ আসর মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।