আলোকিত নারায়নগঞ্জ (জনি গোপ)ঃ
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানিরট্যাঙ্কি, খানকা রোড, ওয়েষ্ট রোড, দেওভোগ পালবাড়ি, দিঘীরপাড় ও আশপাশ এলাকাতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার সামগ্রী বিতরনের ৪র্থ ধাপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কতৃক প্রেরিত ত্রান সামগ্রী ২৭০ টি পরিবারের কাছে পৌছে দেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান। ত্রান সামগ্রীরর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি করে চাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে এ ত্রান বিতরন কর্মসূচি শুরু করে বিকাল পর্যন্ত দেওয়া হয়। বিকেলে বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ত্রান পৌছে দেন কাউন্সিলর সফি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিউদ্দিন প্রধান ১৪ নং ওয়ার্ড বাসীর কাছে করোনা মোকাবেলায় মহান বীরের ন্যায় কাজ করে যাচ্ছেন। তিনি আজ বৃষ্টিতে ভিজে আমাদের কাছে ত্রান পৌছে দিয়েছেন। আমাদের প্রতি তার এ ভালবাসা আমরা কোনদিন ভুলবো না। নিজের জীবনের মায়া ত্যাগ করে মানুষের পাশে থেকে সর্বদা গরীব অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। তার এলাকায় এমন কোন মানুষ নেই যে তার এ মহান সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এরই মধ্যে এই ওয়ার্ড কয়েক জনের মৃত্যু হয়েছে। সবাই করোনায় আক্রান্ত হয়ে মারা না গেলেও করোনার ভয়ে কেউ লাশের সামনে যায়নি, কেউ লাশ দাফন বা দাহ করার জন্য এগিয়ে আসেনি। তখন এই সফিউদ্দিন প্রধান তার স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে সেই লাশগুলোর দাফন দাহ করিয়েছেন। লকডাউন হওয়া বাড়িগুলোতে গিয়ে খোজখবর নেওয়ার পাশাপাশি তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছেন। এতেই বুঝা যায় তিনি মানুষের সেবা করার জন্যই জন্মেছেন।
ত্রাণ বিতরণ শেষে সফিউদ্দিন প্রধান বলেন, সাংসদ সেলিম ওসমান মহোদয়ের পক্ষ থেকে ১৪ নং ওয়ার্ডে অনেক ত্রাণ পেয়েছি। তবে এবারের ত্রাণ আমাদের প্রধানমন্ত্রীর উপহার। এই ত্রাণ পেয়ে আমার ওয়ার্ডবাসী অনেক আনন্দিত, আমাদের এই ত্রাণ বিতরণ কর্যক্রম চলবে। ১৪ নং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমার পরিবারের সদস্য থেকে আলাদা কেউ নন। আপনারা ঘরে থাকেন, কেউ বাড়ির বাহিরে বের হবেন না। আপনাদের যা প্রয়োজন আমাকে জানালে আমি আপনাদের কাছে পৌছে দিবো।
এ সময় সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন-নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের পিএস সিরাজুল ইসলাম, তুহিন, ওবায়দুর, শুকুর মিয়া, দর্পণ, অর্পণ, পবন সহ আরো অনেকে।