আলোকিত নারায়ণগঞ্জঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজা, দাফনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে না আসার খবর আসছে সারাদেশ থেকে। করোনা ভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হলে তাদের দাফনে জন্য ১৬ নং ওয়ার্ডে দাফন কমিটি গঠন করা হয়েছে। দলটি ইতিমধ্যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকালর উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা।
তিনি বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এতে যারা করোনায় মৃত্যু বরণ করবে তাদের পরিবার হিসেবে আপনারাই পাশে থাকবেন এই শেষ সময়ে এমনটাই আশা করি।
সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায় তাহলে তার দাফন ও জানাজার জন্য প্রস্তুত রয়েছে এ দাফন কমিটব। ওয়ার্ডের যে কোন এলাকায় করোনা সংক্রান্ত কারণে কোন ব্যক্তি মারা গেলে সেখানে যাবে দলটির সদস্যরা। অবশ্য মৃত ব্যক্তির স্বজনদের ও জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তাদের এ কার্যক্রম চলবে।
এ ব্যাপারে দাফন কমিটির সদস্যরা বলেন, কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখে খুব খারাপ লাগে। এতে দেখা গেছে, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে তার তিন ভাই কাঁধে করে দাফনের জন্য নিচ্ছিলেন। কেউ লাশ বহনের জন্য খাটিয়া দেয়নি, এমনকি তার দাফনে কেউ এগিয়েও আসেনি। পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করে এ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিই।
দাফন কাফন কমিটির সদস্যরা হলো
কাউন্সিলর নাজমুল আলম সজল ০১৭১২২০৭৬৯৬, ওয়ার্ড সচিব এসহাক কাদেরী বাপ্পী ০১৯৯০২৮০৩৯২, তুহিন আহমেদ ০১৯১৫১৫৯১০৬, খোকন ভাই ০১৯৫৩৯৯৪৭৮২,
সাগর হাসান ০১৮৬৩০২৫৬২০, টুকন ০১৬০০২৩৭৮১৫, মাহবুব হোসেন ০১৯১৭৮৬৬৫৯২, আব্দুল করিম ০১৯৮২৪০২০৩৯,
মোতালেব হোসেন ০১৬৮৩৪৮৩২৬৬, মোঃ দুলাল ০১৮১৭০৭০২৪২।