আলোকিত নারায়ণগঞ্জঃ
মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন গৃহবন্দি হয়ে পড়েছে সবাই। হতদরিদ্র অসহায় এসব মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতের আধারে ঘরে ঘরে গিয়ে ৪’শ পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন, করোনা ভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। খেটে খাওয়া মানুষগুলো সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন। বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারগুলোর মাঝে আমি এই খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।
তিনি আরো বলেন, মানুষের এমন বিপদের দিনে সকলের উচিত অসহায়দের পাশে দাড়ানো। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি আমার সাধ্যমতো ত্রান নয় তাদের কিছু সামান্য উপহার দিয়েছি।