আলোকিত নারায়নগঞ্জ
বর্তমান করোনা পরিস্থিতিতে সীমিত আকারে আদালত খোলা রাখা ঝুঁকিপূর্ণ হবে। আইনজীবীদের জীবন রক্ষায় স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবীতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি প্রদান করে এখনই আদালত খোলা না রাখার অনুরোধ জানান নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। সিদ্ধান্তটি স্তগিত হবার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ছিল— “কোর্ট খোলার সিদ্বান্তটি বিবেচনা করার জন্য অনুরোধ করার পর সিদ্বান্ত টি স্থগিত করা হয়েছে, ধন্যবাদ মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতি আপনার নিকট চির কৃতজ্ঞ”। তার এই স্ট্যাটাসে অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য লিখেছেন। কেউ লিখেছেন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আইনজীবীদের পক্ষে আপনার ভূমিকার জন্য নারায়ণগঞ্জ জেলা সকল আইনজীবী , কমিটির সকল সদস্য সহ আপনাকে ধন্যবাদ। আবার কেউ লিখেছেন, ধন্যবাদ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মহোদয়, সাধারণ আইনজীবীদের প্রত্যাশা ও পরামর্শ অনুযায়ী মহামান্য প্রধান বিচারপতি বরাবরে আবেদন প্রেরণ করার জন্য। সময় উপযোগী এই পদক্ষেপ নেয়ার জন্য অনেকেই তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেউ কেউ তাকে একজন সফল নেতা ও তরুণ প্রজন্মের আইকন হিসেবেও আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুপ্রিম কোর্টসহ সকল অধঃস্তন আদালতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে একটি বেঞ্চ খোলা রেখে অতীব জরুরি বিষয়গুলো নিষ্পত্তিতে সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন।