আলোকিত নারায়ণগঞ্জঃ
দেওভোগ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিকদের ১শ প্যাকেট খাদ্য সামগ্রী পাঠালেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এ সময় তার পক্ষ থেকে খাবার বিতরণ করেন দেওভোগ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক রুহুল আমীন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে দর্জি শ্রমিকদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
আনোয়ার হোসেন বলেন, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবকিছু বন্ধ ঘোষনা করেছে। এমন অবস্থায় সকল শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তাই আমার পক্ষ থেকে ১’শ শ্রমিকের মাঝে কিছু উপহার পাঠিয়েছি।
রুহুল আমীন বলেন, আজকে ১ মাস যাবৎ মার্কেট বন্ধ হয়ে আছে। শ্রমিকদের সীমিত খরচ দিয়ে বাসায় যেতে বলেছে। আজকে বাংলাদেশে শিল্প খাতে সবচেয়ে বেশি অবদান শ্রমিকদের। অথচ শ্রমিকরা তেমন সুবিধা পাচ্ছে না। মালিকদের কাছে আমাদের শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা পড়ে আছে কিন্তু শ্রমিকরা অসহায় ভাবে দিন কাটাছে। পোশাক শিল্প দিয়ে বাংলাদেশ উন্নতি হয়েছে কিন্তু পোশাক শ্রমিকরা না খেয়ে থাকবে। তাই আমি উদাত্ত আহ্বান করবো বিজেএমইএ, বিকেএমইএ ও দাতা সংস্থাদের কাছে যেনো অসহায় শ্রমিকদের ঈদের আগে তাদের পাওনা পরিশোধ করে দেয়া হয়।