আলোকিত নারায়ণগঞ্জ, মো: সাইফুল ইসলাম সায়েমঃ
চারবার নির্বাচিত সংসদ সদস্য একেএম নাসিম ওসমান সমগ্র নারায়ণগঞ্জবাসীর মন জয় করেছিলেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১৪ সালের ৩০ এপ্রিল অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান নারায়ণগঞ্জের রাজনীতির এই উজ্জল নক্ষত্র। এদিন ভারতের দেরাদুনে একটি হাসপাতালে মারা যান তিনি। নাসিম ওসমান চলে যাওয়ার ৬ বছর পূর্ণ হলো আজ।
আর এই দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার পরিবার, বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীরা।
বাদ আসর মাসদাইর কবরস্থানে নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনা করে স্ত্রী পারভীন ওসমান ও পুত্র আজমেরী ওসমানের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করা হয়। এর পূর্বে নাসিম ওসমানের কবরে জেলা ও মহানগর ছাত্রসমাজ, নীট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, নারায়ণগঞ্জ দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানোর পর নেতাকর্মীরা আলোকিত নারায়ণগঞ্জকে বলেন, নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতির এক উজ্জল নক্ষত্র। আমাদের সকলের অভিভাবক ছিলেন তিনি। তার বিদায়ে যে ক্ষতি হয়েছে সেটা কখনও পুরণীয় নয়। আজ তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। আমরা এ দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করেছি।’
এছাড়া বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়েছে। কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের উদ্যোগে।