আলোকিত নারায়ণগঞ্জ, মো: সাইফুল ইসলাম সায়েমঃ
সবাই সব কিছু পারে না। আর সবার দিয়ে সব কিছু হয়ও না। নিজের বা নিজ পরিবারের থেকে যারা দেশকে তথা দেশের মানুষকে বেশি ভালবাসে, তারাই হয় প্রকৃত দেশপ্রেমিক। অর্থ্যাৎ সত্যিকারের যোদ্ধা। তেমনই একজন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল’র সহকারী কমিশনার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
প্রশাসনের এ কর্মকর্তা নিজ স্বার্থ ও পরিবারের কথা চিন্তা না করে, করোনা সংক্রমণ রোধে নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানুষকে ভালো রাখাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
জনসাধারণকে ভালো রাখতে তিনি ছুটে চলেছেন অবিরাম। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানাচ্ছেন। কখনো ছুটছেন গার্মেন্টস ফ্যাক্টরীগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে, কখনো যাচ্ছেন বাজার মনিটরিং করতে, কখনো আবার ছুটছেন বিভিন্ন পাড়া মহল্লার মসজিদগুলোতে। এসবের পাশাপাশি যদি কোথাও অনিয়মের অভিযোগ পান তাহলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদায় করছেন জরিমানাও। এ যেন মানবতার ফেরিওয়ালা। যুদ্ধক্ষেত্রের আদর্শ এক যোদ্ধা। আর যোদ্ধারা বুঝি এমনই হয়।
জানা যায়, সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসাবে মানুষকে সচেতন করতে এবং মনটরিং করতে উপজেলার সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সর্বত্র চষে বেড়াচ্ছেন তিনি। সদর থানা এলাকার সম্রাট নিট কম্পোজিট, ফতুল্লা থানা এলাকার, এস.বি স্টাইল কম্পোজিট লিমিটেড, ফকির নিটওয়্যার লিমিটেড, মডেল ডি ক্যাপিটাল লিমিটেড, শোভন নিটওয়্যার লিমিটেড, রেডিক্যাল ফ্যাশন লিমিটেড, সিদ্ধিরগঞ্জ এলাকার নিট কর্নসান গ্রুপসহ নারায়ণগঞ্জ প্রভৃতি তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসকল প্রতিষ্ঠান সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তার খোজ-খবর নেন এবং যাচাই করেন।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদরের বিভিন্ন মসজিদে এশা ও তারাবির নামাজ কালেও মুসুল্লি উপস্থিতির দিকে নজর রাখেন। উপস্থিত মুসুল্লিগণকে করোনাকালীন বাসায় নামাজ পড়তে উদ্বুদ্ধ করেন এবং কোন জামাতে ১২ জনের অধিক লোক হলে তাদেরকে বুঝিয়ে বাসায় ফেরত পাঠান।
অপরদিকে, পরিশ্রমী এ যোদ্ধা নগরীর দিঘুবাবুর বাজার, কালীবাজার, হাজী বাজার, সিদ্ধিরগঞ্জের নতুন ইপিজেড বাজার প্রভৃতি বাজারে মূল্য তালিকা না থাকা, দ্রব্যের অতিরিক্ত দাম রাখা, নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা প্রভৃতির জন্য মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হতে বলেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আবেদনকারীদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন এ কর্মকর্তা।