আলোকিত নারায়ণগঞ্জঃ
রাতুল মটরস এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে হতদরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮ মে) বিকেলে প্রতিষ্ঠানটির কর্ণধার শেখ মোঃ ফারুক ৪র্থ ধাপে অসহায়দের মাঝে এ ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজার জুয়েল আহমেদ, শেখ মোঃ রাতুল, শেখ মোঃ মাসুম, মোঃ রনক, রোহান, মেহেদী প্রমুখ।
এসময় রাতুল মটরস এর কর্ণধার শেখ মোঃ ফারুক বলেন, অসহায় ও হতদরিদ্রদের কথা মাথায় রেখে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে আমরা ৫ দিন ব্যাপী একটি কর্মসুচী হাতে নিয়েছি। আজ ৪র্থ দিনের মতো ১৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এখন পর্যন্ত মোট ৬০০ মানুষের কাছে আমাদের ইফতার সামগ্রী পৌছে দিতে পেরেছি।
এছাড়াও এখন পর্যন্ত বেশ কিছু পরিবারের মাঝে ১ হাজার কেজি চাল বিতরণ করেছি। আজও ৩০ জন হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সমাজের স্বচ্ছল প্রত্যেকের উচিত দেশের মানুষের এ দুঃসময়ে যার যার অবস্থান থেকে সাধ্যমতো অসহায়দের পাশে দাড়ানো। তাই আমি বিত্তবানদের প্রতি আহবান রাখবো পবিত্র এ রোজার মাসে অসহায়দের পাশে দাড়ান এবং তাদের মুখে হাসি ফোটাতে কাজ করুন।