আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে গৃহবন্দী হয়ে আছেন জেলার কর্মহীন হয়ে পড়া ও খেটে খাওয়া সহ সাধারণ মানুষ।
ঘরে থাকা কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদানসহ করোনা প্রতিরোধে জনসাধারণ মানুষের মাঝে খাবার বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।
জানা যায়, জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা হোসেন চৌধুরী সাংসদ শামীম ওসমানের পক্ষে ও তার নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে গত প্রায় দুই মাস ধরে করোনা প্রতিরোধে সদর উপজেলার জনগণ কে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন। একইসাথে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
তারই ধারাবাহিকতায় আজ শনিবার (০৯ মে) সাংসদ এর পক্ষে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা হোসেন চৌধুরী।
জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া ও অাশেপাশের বিভিন্ন এলাকার দিনমজুর, রিকশাচালক, হোটেল শ্রমিক, হতদরিদ্র, দু:স্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন তিনি।
এসময় মোস্তফা চৌধুরী বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদ শামীম ওসমানের জন্য দোয়া করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকারের পাশাপাশি নারায়ণগঞ্জের অহংকার, সিংহ পুরুষ, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানও অসহায়দের পাশে দাড়িয়েছেন।
তিনি আরো বলেন, শামীম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে আমরা অসহায়দের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি।
সরকারী নির্দেশ মনে চলার আহবান রেখে তিনি বলেন, করোনাভাইরাস সারাবিশ্বসহ বাংলাদেশের উপর যে আঘাত এনেছে তার থেকে মুক্তি পেতে হলে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকতে হবে।সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।