আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিবিড়ভাবে মানুষের পাশে থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই নির্দেশনা মেনে নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত যেসব সংগঠন, জনপ্রতিনিধি বা আওয়ামীলীগ নেতা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বৃহত্তর মাসদাইর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল। মানুষের পাশে দাড়ানোর ক্ষেত্রে অন্য যে কোনো সংগঠন, জনপ্রতিনিধি বা ব্যক্তির তুলনায় অনেকটা এগিয়ে আওয়ামীলীগের পরিশ্রমী এ নেতা।
করোনা পরিস্থিতির একেবারে শুরুর দিকেই মানুষকে সচেতন করতে এবং কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেয়াসহ নিয়েছিলেন নানা উদ্যোগে, যা এখনো অব্যাহত রয়েছে বলে জানা যায়। জীবানুমুক্ত রাখতে প্রতিদিনই ব্লিচিং পাউডার মিশ্রিত ১০০০ লিটার পানি বিভিন্ন পাড়া মহল্লায় ছিটানো হচ্ছে।
রঞ্জিত মন্ডলের নিজ এলাকা মাসদাইরসহ আশেপাশের এলাকার কর্মহীন ও অসহায় ৫০০ পরিবারের মাঝে নিজ্ব অর্থায়নে খাদ্য সামগ্রীর উপহার পৌঁছে দিয়েছেন। এছাড়া তার স্ত্রী শ্রীমতী বানী রানীও খাদ্য সামগ্রীর উপহার নিয়ে ২০০ পরিবারের পাশে দাড়িয়েছে। শুধু খাদ্য সামগ্রীই নয়, প্রয়োজনে গোপনভাবে অর্থ সহায়তা দিয়েও সহযোগীতা করছেন এ রাজনীতিবীদ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষ থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সুষম বন্টনের মাধ্যমেও বিতরণ করেছেন তিনি। হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান এক্য পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায়দের সহায়তা করেছেন বলে জানা যায়। এছাড়া মাসদাইর যুব কল্যাণ সংঘ ও মাসদাইর মানব কল্যাণ সংসদ এর মাধ্যমে প্রায় এক মাস ব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
এর আগেও এলাকাবাসীদের সুরক্ষিত রাখতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ করেছেন তিনি।
এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর কারণে এখন সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে রঞ্জিত মন্ডলের এসকল মানবিক কর্মকাণ্ড।
এ বিষয়ে কথা হলে রঞ্জিত মন্ডল আলোকিত নারায়ণগঞ্জকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সাংসদ শামীম ওসমানের আহবানে সাধ্যমতে জনগণের পাশে থাকার চেষ্টা করছি। গরীব, দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। শুধু তাই নয়, যতদিন মহামারী এ করোনার সংকট থাকবে ততদিন অসহায় মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল-ফিতর এর আগে আরো কয়েক’শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষের যে কোনো ক্রান্তিকালে আমার নেতা একেএম শামীম ওসমান সর্বদা মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় তিনি এবাবও প্রায় ত্রিশ হাজার মানুষকে খাদ্য সামগ্রীর সহায়তা দিয়েছেন। এমপি সাহেব মানবতার সেবায় সর্বদা নিয়োজিত রেখেছেন। তাই সকলের কাছে শামীম ওসমানের জন্য দোয়া প্রার্থনা করছি। তিনি যেন সবসময় এভাবেই মানুষের সেবা করতে পারেন।
একইসাথে রঞ্জিত মন্ডল সকল বৃত্তবানদেরকে এ সঙ্কটময় পরিস্থিতিতে অসহায়দের পাশে দাড়ানোর অনুরোধ জানান।