আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও সাের্সদের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ১নং বাবুরাইল এলাকার মৃত মােতালিব মিয়ার ছেলে মান্নান (৩৮), ছিদ্দিকুর রহমানের ছেলে রিফাত(২৪), আলমাছের বাড়ির ভাড়াটিয়া ফজলুলের ছেলে আজিজুল (৩৩) ও মাঈন উদ্দিনের ছেলে মিন্টু(৩৫)।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে ১ নং বাবুরাইল বান্দিবাড়ি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। তবে, মামলার মুলহােতা মাদক ব্যবসায়ী হান্নান ও আকরামকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে সদর মডেল থানার পুলিশ ও সাের্সদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ী হান্নান ও আকরামসহ অন্যান্যরা।
এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ (ওসি) মাে. আসাদুজ্জামান বলেন, পুলিশ ও সাের্সদের উপর হামলা ঘটনায় বৃহস্পতিবার রাতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চাইলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।