আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক’র অতি মানবিক কর্মকান্ডের কারণে সদর উপজেলাবাসী তার কাছে ঋণী হয়ে রইলো বলে মন্তব্য করেন জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী।
তিনি তার ফেসবুক আইডিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের ভুয়শী প্রশংসা করে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হুবুহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“আমরা সদর উপজেলা বাসি ঋণী হয়ে রইলাম ইউএনও ম্যাডামের নিকট। করোনা নিয়ন্ত্রণে ওনার প্রশাসনিক ও মানবিক বহুমুখী কর্মতৎপরতার জন্য। জীবনের ঝুঁকি নিয়ে আমাদরকে ঝুঁকি মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন তিনি।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোস্তফা হোসেন চৌধুরী আলোকিত নারায়ণগঞ্জকে বলেন, ইউএনও ম্যাডাম এ করোনা পরিস্থিতে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, দিন কি রাত কি যখনই মানুষের কোনো বিপদ – আপদ বা মানুষের আর্তনাদ শুনছেন তখনই ছুটে চলে সেবা নিশ্চিত করতে। সামাজিক দুরত্ব বজায় রাখতে, সরকারী বিধি নিষেধ মানতে এ মানুষটি নিজের এবং প্রিয়জনদের কথা না ভেবেই মানবসেবা করে যাচ্ছেন। আজও বেশ কিছু মার্কেটে মনিটরিং করেন তিনি। সেখানে দেখা যায়, মহিলারা তাদের বাচ্চাদের সাথে নিয়ে মার্কেটে এসেছেন। যা দেখে ইউএনও ম্যাডাম দৌড়ে সেই শিশুদের মায়েদের জিজ্ঞাসা করলেন কেন আপনারা বাচ্চাদের নিয়ে মার্কেটে এসেছেন, কেন আপনারা সরকারী বিধি নিষেধ মানছেন না। পরবর্তীতে সে সকল মহিলাদেরকে বুঝিয়ে তাদের বাচ্চাদের সাথে আনতে নিষেধ করে দেন। সত্যিই তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলাবাসীর জন্য এক আশির্বাদ। তাই আমরা তাকে নিয়ে গর্ব করতেই পারি। আর এ গর্ব করা থেকেই বলছি ইউএনও নাহিদা বারিক ম্যাডামের কাছে আমরা সদর উপজেলাবাসী ঋণী হয়ে রইলাম।