আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ও গৃহবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছে সাধারণ মানুষ। কঠিন এই পরিস্থিতিতে ২০০ ভাড়াটিয়ার বাড়ি ভাড়া মওকুফ করে তাদের পাশে দাড়িয়েছে জাপানি বিল্ডিং এর মালিক ব্যাবসায়ী রফিকুল ইসলামের ছেলে রাইসুল ইসলাম স্বপ্নীল। শুধু ভাড়া মওকুফই নয়, ভাড়াটিয়াদের ঘরে ঘরে খাদ্য সামগ্রীও পৌছে দিয়েছেন তিনি।
পঞ্চবটিস্থ জাপানি বিল্ডিং সহ নিজ মালিকানাধীন ৬টি বিল্ডিং এর মোট ২০০ পরিবারের এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে যেখানে করোনার ভয়ে আপনজনরা আপনজনদের সাহায্যার্থে এগিয়ে আসছে না এমনকি কেউ মারা গেলে তার স্বজনরাও এগিয়ে আসছে না। দেশের এ দুঃসময়ে ভাড়াটিয়াদের পাশে দাড়িয়েছে স্বপ্নীল।
তার এ মানবিক সহায়তার কারণে ভাড়াটিয়াসহ স্থানীয়রা বলছে, মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাইসুল ইসলাম স্বপ্নীল।
জানা যায়, বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ও ২ কেজি লবন।
ভাড়াটিয়ারা সবাই সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আল্লাহ যেন তার (স্বপ্নীলের) নেক হায়াৎ বৃদ্ধি করে দেন। করোনা ভাইরাসের কারণে আমরা ঘরবন্দি হয়ে কর্মহীণ হয়ে পড়েছি। অসহায় ও মানবেতর জীবন যাপন করছিলাম ঠিক সে সময়ই আমাদের বাড়িওয়ালার ছেলে স্বপ্নীল আমাদের পাশে দাড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাইসুল ইসলাম স্বপ্নীল বলেন, “কোভিড-১৯ এর সংক্রমণে দেশ আজ চরম দুঃসময় পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে দাড়াতে সকলকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মেনে সাধ্যমতো মানুষের পাশে দাড়াতে চেষ্টা করেছি। তাই আমাদের ভাড়াটিয়াদের ১ মাসের ভাড়া মওকুফ করেছি এবং সাধ্যমতো সহযোগীতা করেছি। তাদের পাশে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
বিত্তবানদেরকে অসহায়দের সহযোগীতায় নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানান রাইসুল ইসলাম স্বপ্নীল।