আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা যুদ্ধে সহাসী ও অগ্রণী ভুমিকা রাখায় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন সহ জেলা প্রশাসন, পুলিশ সুপার জায়েদুল আলমসহ পুলিশ প্রশাসন ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা – কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলো, দু’লক্ষেরও অধিক মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিলো। বাঙালি জাতি সেই বীর শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতার ব্যবস্থা করে সম্মান জানিয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাজিত করে আমরা বিজয় অর্জন করেছি।
২০২০ সালের মার্চ মাস থেকে বাঙালি জাতি আর একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বাঙালি জাতি শুধু একা নয়। সারাবিশ্ব আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এ যুদ্ধে আজ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ মারা গিয়েছে। যুদ্ধ এখনও থামেনি, কতদিন চলবে তাও বলা যাচ্ছে না।
যাঁরা এ যুদ্ধে বাংলাদেশে বিশেষ করে নারায়ণগঞ্জে সম্মুখ সমরে আছে, তাঁদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা। বিশেষত করোনা প্রতিরোধে, জনসচেতনতা সৃষ্টিতে, খাদ্য সহায়তা পৌছে দিতে ও করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে অগ্রণী ভুমিকা রাখা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, করোনা ফোকাল পার্সন ডাঃ মোঃ জাহিদুল ইসলামের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, যে সকল ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিকরা সরাসরি কোভিড-১৯ এর সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছেন, তাঁদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এঁদের সঙ্গেই আছেন সামরিক বাহিনী, র্যাব এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
এছাড়া যে মুহূর্তে দাফন করবার জন্য নিকট আত্মীয়রা এগিয়ে আসছেন না, জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রতিনিধিসহ যারাই এগিয়ে আসছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই তাদেরকেও যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। আমরা মানসিকভাবে ও জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলায় আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। এ যুদ্ধে জয়ী আমরা হবোই ইনশাআল্লাহ।