আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে আমলাপাড়া এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবকদল নেতা ও রোজা ক্যাবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী মানিক সরদার,, ১৩ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক সনি ও এলাকাবাসীর পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো সেমাই, চিনি, নারিকেল ও দুধ।
এসময় মানিক সরদার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করোনা মহামারিতে জনগণের পাশে থাকার আহ্বান জনিয়েছেন। তিনি বলেছেন, একজন মানুষও যেন না খেয়ে মারা না যায়। আমি ওনার নির্দেশে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন। উনাদের জন্য দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলের শফিক, বাপ্পী, খোকন, আরিফ, রুবেল, বাহার, সাজেন, মনির, নিঝু প্রমুখ।