আলোকিত নারায়ণগঞ্জঃ
ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে অসহায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন মনা সরদার।
বুধবার (২০ মে) ওয়ার্ডের দেওভোগ পাক্কারোড এলাকায় সামাজিক দুরত্ব মেনে মনা সরদারের বাসভবনের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত ১৫ মে থেকে এ ঈদ উপহার প্যাকেটিং এর কাজ শুরু হয়।
ঈদ উপহারের প্রতি প্যাকেটে ছিলো পোলার চাল, সেমাই, চিনি, তেল।
ঈদ উপহার বিতরণের বিষয়ে মনা সরদার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ডাচ বাংলা ব্যাংক অসহায়দের পাশে দাড়িয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অভাবগ্রস্ত অসহায় ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।