আলোকিত নারায়ণগঞ্জঃ
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুুর্ভাবের কারনে প্রায় দুই মাসের বেশি সময় ধরে কর্মহীন সকল শ্রেণি পেশার মানুষ। এতে সবচেয়ে বেশি বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে গরীব, অসহায় ও দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারগুলো। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে বিপদগ্রস্থ পরিবারগুলোর কষ্ট যেনো বেড়ে গেল কয়েকগুণ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডের ১২’শ গরীব, অসহায় ও দুস্থ দিনমজুর খেটে খাওয়া পরিবারের মুখে হাঁসি ফুটিয়েছেন মহানগর তাতীদল।
নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এন.আর.বি মামুনের সার্বিক তত্ত্বাবধানে ঈদ সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের এডঃ সাখাওয়াত হোসেন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ ভূঁইয়া সুমন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মীর আলমগীর, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অপু রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহ আলম তপু, নুর আহমেদ ভূঁইয়া সোহেল প্রমূখ।