আলোকিত নারায়ণগঞ্জঃ
মরণব্যাধি করোনা ভাইরাসের ফলে সৃষ্ট সঙ্কটময় পরিস্থিতিতে ইতিমধ্যে খাদ্য সামগ্রীর সহায়তা দিয়ে
১৫ হাজার পরিবারের পাশে দাড়িয়েছে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
এছাড়া প্রতিবছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণের ঘোষণাও দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় ঈদ সামগ্রী প্যাকেটিং এর কাজ চলছে কাউন্সিলরের কার্যালয়ে। এ ঈদ উপহার পাবে ওয়ার্ডের ১২ হাজার অসহায় পরিবার।
জানা যায়, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দু/এক দিনের মধ্যেই অসহায় পরিবার গুলোর হাতে ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দিবেন নন্দিত এ কাউন্সিলর।
যার প্রতি প্যাকেটে থাকবে সেমাই, পোলার চাউল, খিচুরীর চাউল, চিনি, মুগডাল ও লবনসহ মোট ছয় আইটেমের খাদ্য সামগ্রী।
সরেজমিনে দেখা যায়, ঈদ উপহারের এ প্যাকেটগুলো তৈরির কাজ চলছে পুরোদমে।
এ বিষয়ে কথা হলে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, আমি নির্বাচন করার অনেক আগে থেকেই অসহায়দের পাশে থাকার চেষ্টা করি। প্রতি বছরের ন্যায় এবারও ১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে, সে লক্ষ্যে প্যাকেট তৈরি করা হচ্ছে। ঈদের দিন যাতে সবাই একটু মিষ্টি ও ভালো খাবার রান্না করতে ও পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারে তাই খাদ্য সামগ্রীর ঈদ উপহার ঘরে ঘরে পৌছে দেয়া হবে।
উল্লেখ্য, করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে কাউন্সিলর বাবু এ পর্যন্ত প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিতে পেরেছেন।