আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনার কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে দেশের অনেক মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। এই সংকটময় মূহুর্তে দ্বিতীয় বারের মতো অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন মহানগর যুবদল নেতা মন্টি। কর্মহীন হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রীর উপহার।
শুক্রবার (২২ মে) বিকেলে টানবাজার গুদারা ঘাট এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
করোনার শুরু থেকেই মহানগর যুবদল নেতা মন্টি বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। মানুষদের সচেতনতার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহায়তা করেছেন। করোনা পরিস্থিতির শুরুতেও তিনি ৪’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। এবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তিনি ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন।
অসহায় মানুষদের ঈদ একেবারে যেন মাটি না হয়ে যায় সে জন্য তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। কর্মহীনরা যেন পরিবারের সবাইকে নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারেন। ঈদের মধ্যে যেন অন্তত খাবারের কষ্ট তাদের না করতে হয় তাই এ পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়।
এই বিষয়ে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন মন্টি বলেন,”আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করোনা মহামারিতে জনগণের পাশে থাকার আহ্বান জনিয়েছেন। তিনি বলেছেন, একজন মানুষও যেন না খেয়ে মারা না যায়। আমি ওনার নির্দেশে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন। উনাদের জন্য দোয়া করবেন।
মন্টি আরও বলেন, এই ঈদে আমার উপহার দ্বারা যদি কিছু পরিবারের মুখে হাসি ফুটে উঠে তাহলেই আমার ঈদ উদযাপন হয়ে যাবে৷ আমি আসলে তাদের সাহায্য নয়, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি৷ আমি চাই যাদের সামর্থ্য রয়েছে তারা যেন ঈদের মধ্যে এই মানুষগুলোর পাশে দাড়ায়।
উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা জাকির হোসেন সেন্টু, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা সালাউদ্দিন, শ্রমিক দল নেতা মোতালিব, যুবদল নেতা জহিরুল ইসলাম সিকু, ছাত্রদল নেতা নসু, শ্রমিক দল নেতা কবির খা প্রমুখ।