আলোকিত নারায়ণগঞ্জ, শিহাব আহমেদঃ
করোনার প্রকোপে সারাদেশে সংকটময় পরিস্থিতির সৃশিরিন হয়েছে। দেশের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সরকার থেকে শুরু করে অনেকেই এই সংকটময় মূহুর্তে অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করছেন।
পিছিয়ে নেই আমাদের মিডিয়া জগতও। শিল্পী সমিতি শুরু থেকেই বিপদে পড়া শিল্পীদের পাশে রয়েছে। ব্যাক্তিগতভাবে অনেক শিল্পীও সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আমাদের নারায়ণগঞ্জের চিত্রনায়িকা শারমিন শিলা তার নিজ এলাকা রূপগঞ্জের তারাবোতে ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
করোনার শুরু থেকেই তিনি বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। মানুষদের সচেতনতার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিকভাবে সহায়তা করেছেন। রোজার মধ্যেও তিনি দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন।
এবার ঈদ উপলক্ষে তিনি ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন। অসহায় মানুষদের ঈদ একেবারে যেন মাটি না হয়ে যায় সে জন্য তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন বলে জানা যায়। তারা যেন পরিবারের সবাইকে নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারেন। ঈদের মধ্যে যেন অন্তত খাবারের কষ্ট তাদের না করতে হয় সে লক্ষ্যেই এ উদ্যোগ।
এই বিষয়ে জানতে চাইলে চিত্রনায়িকা শিরিন শিলা বলেন “এই ঈদে আমার উপহার দ্বারা যদি কিছু পরিবারের মুখে হাসি ফুটে উঠে তাহলেই আমার ঈদ উদযাপন হয়ে যাবে৷ আমি আসলে তাদের সাহায্য নয়, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি৷ আমি চাই আমার মতো যাদের সামর্থ্য রয়েছে তারা যেন ঈদের মধ্যে এই মানুষগুলোর পাশে দাড়ায়।
তিনি আরো বলেন, দেশের এই বাজে অবস্থার মাঝে আমাদের মধ্যে অনেকের নিকট আত্মীয় স্বজনও বিপদের মধ্যে আছেন।এ ই ঈদে যদি আমরা শপিং না করে সেই টাকা আমাদের নিকট আত্মীয়দের দেই তাহলে তারা অনেক উপকৃত হবে৷ ঈদ আনন্দ নিয়ে আসে ঠিকই। তবে এবার আনন্দের কোন অনুভুতি নেই। সবাই যেন এই অবস্থা দ্রুত কাটিয়ে উঠতে পারে সেই দোয়া কামনা করছি।