আলোকিত নারায়ণগঞ্জঃ
করোনার কারনে পুরো পৃথিবীর সবকিছুই স্থবির হয়ে পড়েছে। ব্যাতিক্রম নয় আমাদের দেশের মিডিয়া জগত।প্রায় ২ মাসের উপরে বন্ধ হয়ে ছিল সব ধরনের শুটিং৷ তাই এবার ঈদে দর্শকদের নতুন নাটক দেখার সুযোগ খুব কম। পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিছু নাটক তৈরি করা হয়েছিল, করোনার কারনে যা প্রচার করা হয়নি এবং করোনার কারনে শুটিং বন্ধ হওয়ার আগে অল্প কিছু নাটকের শুটিং শেষ করা হয়েছিল যা প্রচার হবে এবারের ঈদে। যার ফলাফল এবার ঈদ উপলক্ষ্যে খুব কম নতুন নাটক প্রচার করা হবে। প্রতি ঈদের তুলনায় যা খুবই কম৷
বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত ১৮ মে থেকে শর্ত সাপেক্ষে শুটিং করার অনুমতি দেয়া হয়েছে তাই দর্শকেরা হয়তো অল্প কিছু নতুন নাটক দেখার সুযোগ পাবেন। তবে মোশাররফ করিমের ভক্তদের অতটা মন খারাপ করার কারন নেই। কেননা এবারের ঈদেও ১৮ নাটক নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
যার মধ্যে শেখ নাজমুল হুদার পরিচালনায় “এখানেতো কোন ভুল ছিল না”, তপু খানের পরিচালনায় “ম্যাগনেট বাবু”, আনিসুর রহমানের পরিচালনায় আমি পাগল বলছি উল্লেখযোগ্য। এছাড়াও জমজ ১৩, ঈদ মোবারক, লুকিয়ে বাঁচুক ভালবাসা, ভাইরাল মাসুদ, যে শহরে টাকা উড়ে, কন্ট্রাক, উচ্চতর ভালবাসা, রাতপ্রহরী ফুলনদেবী, রাজনীতি ২, এ ডে উইদাউট ফোন, সদা সত্য বলিব ৭ পর্ব , ভিউ বাবা, নয় ছয়, গার্ল ফ্রেন্ড, তুমি আমি এবং ডিস্টার্ব।
এছাড়া এই নাটকগুলোর সাথে আরও কিছু নতুন নাটক যোগ হতে পারে প্রচারের জন্য৷ যদি সময় মতো সবকাজ শেষ করা সম্ভব হয়। তাই মোশাররফ করিমের ভক্তরা খুশি হতেই পারেন কারন করোনা কালেও তাদের পছন্দের অভিনেতার বেশকিছু নাটক প্রচার হবে এবারের ঈদ আয়োজনে।