আলোকিত নারায়ণগঞ্জঃ
বর্তমান সময়ের বাংলা সিনেমার রাজা শাকিব খান। গত এক দশকের বেশি সময় ধরে বাংলা সিনেমায় এককভাবে রাজত্ব করে চলেছেন তিনি।বছরের সবসময় তিনি নতুন নতুন ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করে থাকেন আর ঈদ মানেই যেন শাকিব খান। বাংলা সিনেমায় গেল ১৫ বছরে এটা যেন নিয়ম হয়ে দাড়িয়েছে। প্রতি ঈদেই শাকিব খান হাজির হতেন সুপার হিট সিনেমা নিয়ে। ঈদের সময় তার ছবি দেখার জন্য দর্শকদের লম্বা লাইন লক্ষ করা যেত প্রতিটি সিনেমা হলে।
কিন্ত দীর্ঘ সময়ের এই নিয়মটা যেন পাল্টে দিল করোনাভাইরাস। করোনার কারনে বর্তমানে বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ রয়েছে। বন্ধ আছে সকল সিনেমার শুটিং। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ঈদ উল ফিতরের সময় বড় পর্দায় মুক্তি পাচ্ছে না নতুন কোন ছবি। আর সেই কারনে দীর্ঘ ১৫ বছর পর ঈদে কোন নতুন সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হতে পারছেন না সুপারষ্টার শাকিব খান। করোনা না থাকলে শাকিব খানের “বিদ্রোহী” সিনেমাটি এই ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল কিন্ত করোনার কারনে এই ছবিটি এবারের ঈদে মুক্তি পাচ্ছেনা।
এছাড়া এবারের ঈদ উল ফিতরে দর্শকদের চমক দেয়ার জন্য খুব তাড়াহুড়ো করে “নবাব এলএলবি” নামক একটি ছবির ঘোষনা দেন বাংলা সিনেমার এই শীর্ষ নায়ক। ঈদে মুক্তির জন্য ২৮ মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। করোনার কারনে সেই চমকও ভেস্তে গেছে, সিনেমার শুটিং শুরুই করা যায়নি।
তাই দীর্ঘ ১৫ বছর পর ঈদে শাকিব খানের কোন ছবি মুক্তি পাচ্ছেনা। তবে শাকিব খানের ভক্তরা ঈদের ৭ দিন টিভি চ্যানেলে শাকিব খানের ছবি দেখতে পারেবেন। ঈদের অনুষ্ঠান মালায় প্রতিদিন কোনো না কোনো চ্যানেলে শাকিব খানের ছবি দেখানো হবে। তাই এবার শাকিব খানের ভক্তদের দুধের স্বাদ ঘোল দিয়েই মেটাতে হবে।
সবকিছু স্বাভাবিক থাকলে এবারের ঈদে শাকিব খানের ছবির সাথে আরেফিন শুভ, সিয়াম আহমেদ ও রোশানের ছবিও মুক্তি পাবার কথা ছিল। আগের বছর গুলোতে ঈদের সময় শাকিব খান একক রাজত্ব করলেও এবার সবার সাথে প্রতিযোগিতা করে রাজত্ব ধরে রাখতে হতো শাকিব খানকে।