আলোকিত নারায়ণগঞ্জঃ
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু। ঈদে তিনি নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
রবিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন সেন্টু বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।যদিও করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মানুষের মাঝে নেই ঈদের আমেজ। তবুও ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। পবিত্র ঈদ-উল-ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দ নিয়ে আসুক এই প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আছেন। উনাদের জন্য দোয়া করবেন।