আলোকিত নারায়ণগঞ্জঃ
এক মাস সিয়াম সাধনার পর আজ নারায়ণগঞ্জ সহ সারা দেশবাসী পবিত্র ঈদ উল ফিতর পালন করছে।করোনা ভাইরাসের কারনে পুরো দেশবাসী অন্যরকম এক ঈদের সম্মুখীন হয়েছে। প্রতি ঈদের ন্যায় এইবারও সকালে উঠে সবাই ঈদের নামজ পড়তে বাড়ি থেকে বের হয়েছেন তবে এবার তাদের গন্তব্যস্থল ঈদগাহ নয় মসজিদ।
করোনার কারনে এবার কোন ঈদগাহে ঈদের জামাতের অনুমতি দেওয়া হয়নি। সারাদেশে যাতে কোনো ভাবেই করোনা আরও প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য সবাইকে মসজিদেই ঈদের জামাত আদায় করতে বলা হয়েছে। ঈদের জামাতে যাতে সবাই অংশগ্রহন করতে পারে এবং যাতে সবাই সামাজিক দূরুত্ব বজায় রাখতে পারে সে জন্য প্রায় সকল মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠিত হয়।
এবার ঈদের জামাতের পর মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত,
জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের জামাত আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে কাউকেই হাত মেলাতে বা কোলাকুলি করতে দেখা যায়নি। প্রতিবার ঈদের নামজ আদায় করার পর একে অপরের সাথে কোলাকুলি করেন। যা ছিল সবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কোলাকুলি করার মাঝেই যেন ঈদের পূর্ণতা কিন্ত করোনার কারনে এইবার সবাইকে কোলাকুলি করা থেকে বিরত থাকতে দেখা গেছে।
ঈদের জামতে অংশগ্রহন করতে আসা মুসল্লিরা জানিয়েছেন, ঈদের নামজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই এবার তারা বিরত থেকেছেন হাত মেলানো এবং কোলাকুলি থেকে।
এবারের ঈদ নিরাপদে পরিবারের সাথে ঘরে কাটানোই উচিৎ। নিজের সাথে পরিবারের সবাইকে নিরাপদ রাখা এবারের ঈদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেচেঁ থাকলে পরিস্থিতি আবার স্বাভাবিক হলে পরবর্তী ঈদে সবাইকে নিয়ে অনেক আনন্দ করা যাবে।