আলোকিত নারায়নগঞ্জঃ
পৃথিবী জুড়ে এই দুঃসময়ের মাঝে সারা দুনিয়ার মুসলমানগণ পালন করছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর।প্রতিবারের তুলনায় এবার একেবারেই অন্যরকমভাবে উদযাপন করছেন তারা। সবাই চেষ্টা করছেন ঘরের মধ্যে থেকেই পরিবারের সাথে এবারের ঈদ উদযাপন করার।
ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এখন পর্যন্ত করোনার একমাত্র প্রতিরোধক সামাজিক দূরত্ব বজায় রাখা,নিজ থেকে সচেতন থাকা,পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তাই সবাই এবার সামাজিক দূরত্ব বজায় রেখেই ঈদ উদযাপন করছেন। তবে কিছু মানুষ আবার না মেনেই উদযাপন করছেন ঈদের আনন্দ।
সারাবিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকার। সারাবিশ্বের সবাইকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি সচেতনামূলক বার্তাও দিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই করোনা নিয়ে সচেতন থাকার আহবান জানিয়েছেন। ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারও সেই দলে আছেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি টুইটারে লিখেছেন, ’সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদ থাকুন।’ এই সময়ে নিরাপদ থাকার উপায় তো একটাই-ঘরে থাকা।’
বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের ক্রীড়া তারকাদের ঈদ শুভেচ্ছাতেও ঘুরে ফিরে এসেছে করোনা থেকে বাঁচার উপায়। সকল ক্রীড়াবিদের তাদের ভক্তদের কাছে একটাই আকুতি করেছেন করোনা থেকে যেন সবাই নিজেকে বাচিয়ে রাখে নিজ থেকে যাতে সবাই সর্ব্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকে।