আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৪ মে ফাতেমা মনিরের নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন ২৫ মে রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জেলা করোনা ফোকাল পার্সন ডাঃ জাহিদুল ইসলামদ জানান, গত ২৪ মে করোনায় আক্রান্ত সন্দেহে নারী জনপ্রতিনিধির নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ২৫ মে নমুনা রিপোর্ট পজেটিভ আসে। ওই নারী জনপ্রতিনিধি করোনা আক্রান্ত সরকারি কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন মনে করেই সংক্রমনের আশংকায় নমুনা পরীক্ষা করা হয়।
এ বিষয়ে জানতে ফাতেমা মনিরের মোবাইল ফোনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।